রাজধানীতে লোকদেখানো খাল উদ্ধার মাঝে মাঝে অভিযান চলে। কিছুদিন পর যা ছিল তাই হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, হাঁটাপথ নির্মাণের মধ্য দিয়ে বন্ধ হতে পারে অবৈধ খাল দখল

রাজধানীতে লোকদেখানো খাল উদ্ধার মাঝে মাঝে অভিযান চলে। কিছুদিন পর যা ছিল তাই হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, হাঁটাপথ নির্মাণের মধ্য দিয়ে বন্ধ হতে পারে অবৈধ খাল দখল

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তালিকাভুক্ত খাল ২৬টি। ২০২০ সালের ৩১ ডিসেম্বর ঢাকা ওয়াসা থেকে সিটি করপোরেশন এসব খালের দায়িত্ব বুঝে নেয়। এরপর শুরু হয় খাল পরিষ্কার অভিযান। ওই সময় ঘোষণা ছিল পরিষ্কারের পাশাপাশি অবৈধ দখলও উচ্ছেদ করা হবে। এরপর দুই বছরের বেশি সময়ে খাল উদ্ধারে বিভিন্ন কর্মসূচির শুধু ঘোষণাই দিয়ে গেছেন দুই মেয়র, কিন্তু বাস্তবায়ন হয়নি। শুধু তাই নয়, খালের সীমানাও নির্ধারণ করতে পারেনি সংস্থা দুটি। এ ছাড়া এ সময়ে শুধু খাল পরিষ্কার অভিযানেই সীমাবদ্ধ ছিল করপোরেশন দুটি। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে খাল রয়েছে ৬৯টি। এর মধ্যে ঢাকা ওয়াসা সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করেছে ২৬টি। খাল হস্তান্তরের আড়াই বছর হতে চলল। এখন পর্যন্ত একটি খালও উদ্ধার করতে পারেনি সিটি করপোরেশন। বিভিন্ন সময় লোক দেখানো উচ্ছেদ অভিযান চলেছে। এখন তা আবার পুরনো রূপে ফিরেছে। খালগুলো উদ্ধার করতে হলে আগে জরিপ ও সীমানা নির্ধারণ করতে হবে। এরপর উদ্ধার করে হাঁটার পথসহ সৌন্দর্যবর্ধন করতে হবে। তাহলেই খাল উদ্ধার টেকসই হবে।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ