তিন কলেজে সংঘর্ষে রণক্ষেত্র টিয়ার শেল নিক্ষেপ, পাঁচ শিক্ষার্থী আহত, ভয়াবহ যানজট, ঢাকা কলেজে ছুটি ঘোষণা

তিন কলেজে সংঘর্ষে রণক্ষেত্র টিয়ার শেল নিক্ষেপ, পাঁচ শিক্ষার্থী আহত, ভয়াবহ যানজট, ঢাকা কলেজে ছুটি ঘোষণা

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল দুপুর ১টায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে ঢাকা কলেজের তিন ছাত্রকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তারা হলেন- তাহসিন (১৮), বাইজিদ (১৮) ও মইনুল ইসলাম (১৮)। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা কলেজ কর্তৃপক্ষ তিন দিনের ছুটি ঘোষণা করেছে। এই হিসাবে ৮ মার্চ পর্যন্ত ঢাকা কলেজের সব ক্লাস বন্ধ থাকবে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবারের সংঘর্ষের জেরে গতকাল দুপুর ১২টায় ঢাকা কলেজের  এক ছাত্রকে একা পেয়ে হামলা চালায় আইডিয়াল কলেজের কয়েক শিক্ষার্থী। পরে ওই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার খবর ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উত্তেজিত ছাত্ররা আইডিয়াল কলেজের দিকে মিছিল নিয়ে যায়। পরে দুপুর ১টা থেকে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এতে এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। দোকানপাট বন্ধ করে ব্যবসায়ী ও পথচারীরা ছোটাছুটি করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে রাজধানীর গ্রিন রোড এলাকায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ফার্মগেট, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। পরে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বিকাল ৪টায়।বিস্তারিত

শীর্ষ সংবাদ