এক ক্লিকে লাখ লাখ টাকা হারিয়েছেন ব্যাংকের ৪০ গ্রাহক

এক ক্লিকে লাখ লাখ টাকা হারিয়েছেন ব্যাংকের ৪০ গ্রাহক

ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি বেসরকারি ব্যাঙ্কের অন্তত ৪০ জন গ্রাহক তাদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন। এই গ্রাহকরা মাত্র তিন দিনের ব্যবধানে একটি ক্লিকেই এই টাকা হারিয়েছেন। ইন্ডিয়া ডট কমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, ‘আপনার গ্রাহককে জানুন’ (কেওয়াইসি) নামক একটি প্রক্রিয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বা তথ্য আপডেট করতে ব্যবহৃত হয়। এই ধরনের একটি বার্তা প্রতিটি গ্রাহকের কাছে যায়। এমন মেসেজে ক্লিক করে টাকা হারিয়েছেন ব্যাংকের গ্রাহকরা।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি বেসরকারি ব্যাঙ্কের অন্তত ৪০ জন গ্রাহক তাদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি বেসরকারি ব্যাঙ্কের অন্তত ৪০ জন গ্রাহক তাদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন।
তিন দিনে কমপক্ষে ৪০ জন গ্রাহকের সঙ্গে এটি ঘটেছে। ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশ। তারা নাগরিকদের এই ধরনের কোনো বার্তায় ক্লিক করতে নিষেধ করছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, আপডেটের জন্য অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে বলে গ্রাহকদের কাছে একটি বার্তা পাঠানো হয়। সেই মেসেজে ক্লিক করার পর ক্লিককারীরা ব্যাঙ্কের একটি ভুয়া ওয়েবসাইটে যান।

ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশ।
তারপরে গ্রাহকদের অ্যাকাউন্ট আইডি, পাসওয়ার্ড ও অন্যান্য গোপনীয় তথ্য পূরণ করতে বলা হয়। আর এভাবেই গ্রাহকের তথ্য চুরি করে চক্রটি। এভাবে টিভি অভিনেত্রী স্বেতা মেমনসহ ৪০ ব্যাংক গ্রাহকের তথ্য নেন তারা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছেন স্বেতা।

অভিযোগে অভিনেত্রী লিখেছেন, ‘গত বৃহস্পতিবার (২ মার্চ) আমার মোবাইলে একটি মেসেজ আসে। আমি ধরে নিয়েছিলাম এটা আমার ব্যাঙ্ক থেকে এসেছে। সেই মেসেজে ক্লিক করলে আমাকে অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড ও ওটিপি দেওয়া হয়।’

এভাবে টিভি অভিনেত্রী স্বেতা মেমনসহ ৪০ ব্যাংক গ্রাহকের তথ্য নেন তারা।
এভাবে টিভি অভিনেত্রী স্বেতা মেমনসহ ৪০ ব্যাংক গ্রাহকের তথ্য নেন তারা।
অভিযোগে এই নারী অভিনেত্রী আরও লিখেছেন, ‘মেসেজের কিছুক্ষণ পর এক নারীর কাছ থেকে ফোন পেলাম। নারীটি নিজেকে ব্যাঙ্কের আধিকারিক বলে দাবি করেন। সে আমাকে আমার ফোনে আসা আরেকটি ওটিপির সম্পর্কে বলেন। আমি তাকে ওটিপি দেই। এরপর আমার অ্যাকাউন্ট থেকে ৫৭ হাজার ৬৩৬ রুপি গায়েব হয়ে যায়।’

আন্তর্জাতিক