বিশ্বব্যাংকের প্রতিবেদন বাংলাদেশে ব্যবসা ও কর্মক্ষেত্রে পুরুষের অর্ধেক সুযোগ পায় নারী

বিশ্বব্যাংকের প্রতিবেদন বাংলাদেশে ব্যবসা ও কর্মক্ষেত্রে পুরুষের অর্ধেক সুযোগ পায় নারী

দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন নারীরাও। বিশেষ করে ডিজিটাল সাফল্যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ যেমন বেড়েছে, তেমনি ব্যবসা পরিচালনায়ও তাঁদের অগ্রগতি লক্ষণীয়। কিন্তু বিশ্বব্যাংক বলছে, অর্থনৈতিক অংশগ্রহণে বাংলাদেশের নারীরা এগিয়ে গেলেও ২০২০ সাল থেকে এ অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না। এমনকি আইনগত সুযোগপ্রাপ্তিতে পুরুষের চেয়ে নারীরা এখনো অর্ধেক পিছিয়ে। সম্প্রতি বিশ্বব্যাংক প্রকাশিত ‘উইমেন, বিজনেস অ্যান্ড দ্য ল ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

প্রতিবেদনে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ এবং তাঁদের ব্যবসার সহায়ক আইন সূচকে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নিচের দিকে রয়েছে। বাংলাদেশের স্কোর ৪৯.৪ পয়েন্ট, যা ২০২০ সাল থেকেই অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশের ওপরে রয়েছে ভারত, পাকিস্তান ও মিয়ানমার।বিস্তারিত

অর্থ বাণিজ্য