আট আসনে অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশী মাঠে

আট আসনে অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশী মাঠে

আগামী নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে আওয়ামী লীগ, বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা সংশ্লিষ্ট এলাকায় আসা-যাওয়া শুরু করেছেন। অনেক আসনে বড় দুই দলের একাধিক সম্ভাব্য প্রার্থী বিভিন্ন সভা-সমাবেশে যোগ দিচ্ছেন। তারা বিভিন্নভাবে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। মনোনয়ন পেতে আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য দলের বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা প্রচারণা ও লবিং শুরু করেছেন। এ ছাড়া প্রতিটি আসনেই নতুন মুখের নামও শোনা যাচ্ছে। জেলার আটটি আসনে প্রায় অর্ধশতাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে রয়েছেন। তবে এখানে দেশের বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। অবশ্য কয়েকটি আসনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে লড়তে হবে বড় দুই দলের প্রার্থীদের।বিস্তারিত

জাতীয় রাজনীতি সারাদেশ