তৎপর দুই দলেরই মনোনয়নপ্রত্যাশীরা

তৎপর দুই দলেরই মনোনয়নপ্রত্যাশীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাগেরহাটের ভোটের মাঠে নেমে পড়েছেন আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা। দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও যোগ দিচ্ছেন তারা। জেলার চারটি সংসদীয় আসনই বর্তমানে আওয়ামী লীগের দখলে। তবে আগামীতে চারটি আসনেই জয় পেতে চায় বিএনপি। জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসনে জয় ধরে রাখতে কাজ করছেন তারা। এ জন্য দলের জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটিগুলো শক্তিশালী করে তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানো হয়েছে।

বিএনপি নেতারা বলছেন, গত ১৪ বছরে জেলায় কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে জেলার সবকটি আসনে বিপুল ভোটে জয়ী হবেন বিএনপির প্রার্থীরা। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যে কে দলীয় মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে সাধারণ ভোটারদের পাশাপাশি দলীয় নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। এই দুই দলের কিছু হেভিওয়েট প্রার্থী নির্বাচনের পর অধিকাংশ সময় এলাকায় অনুপস্থিত থাকলেও তাদের প্রার্থিতা নিয়ে ভোটারদের মধ্যে চলছে আলোচনা। বিস্তারিত

জাতীয় রাজনীতি সারাদেশ