নিজস্ব প্রতিবেদক
চলতি মাসের ৬ তারিখ আদালতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার ধরন, উৎপত্তিস্থল ও লার্ভার উপস্থিতি বিষয়ে জরিপ এবং মশার উৎপাত নিয়ন্ত্রণে পদক্ষেপ ও কার্যক্রমের অগ্রগতিবিষয়ক প্রতিবেদন তুলে ধরেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশেনের আইনজীবীরা। প্রতিবেদন উপস্থাপনের পর রিট আবেদনকারী আইনজীবীকে তাঁর মতামত দিতে বলে শুনানির জন্য ১৩ মার্চ দিন রাখেন। রিট আবেদনকারী তাঁর বক্তব্যসহ প্রস্তাব আদালতে তুলে ধরেন।
আদালতে রিটের পক্ষে আবেদনকারী আইনজীবী মো. তানভীর আহমেদ নিজে শুনানি করেন। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী সাইফুর রশীদ ও উত্তর সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী রিমি নাহরীন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।বিস্তারিত