অস্থির সময়ে স্বস্তির বাজেটের লক্ষ্য থাকছে চাল ডাল তেলসহ খাদ্যপণ্যের দাম কমানোর কার্যকর উদ্যোগ গ্রহণসহ নির্বাচনী কৌশল, ব্যবসা বিনিয়োগকে অগ্রাধিকারের বিষয়

অস্থির সময়ে স্বস্তির বাজেটের লক্ষ্য থাকছে চাল ডাল তেলসহ খাদ্যপণ্যের দাম কমানোর কার্যকর উদ্যোগ গ্রহণসহ নির্বাচনী কৌশল, ব্যবসা বিনিয়োগকে অগ্রাধিকারের বিষয়

গত বছরের জুনে যখন ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয় তখন করোনা মহামারির রেশ থাকলেও দ্রব্যমূল্য ছিল অনেকটাই সহনীয়। সে সময় দুই কেজি আটার দাম ছিল ৭০-৭৫ টাকা। এখন সেই আটার দাম ১৪০ টাকা। সে সময়ও মোটা চালের দাম ছিল ৪০ টাকা। এখন সেই চাল ৫০-৫৫ টাকা। এসঙ্গে ডিম, মাছ, মাংস, সবজির দামও বেড়েছে। এরই মধ্যে গ্যাস-বিদ্যুতের দামও বাড়ানো হয়েছে একাধিকবার। ফলে বেড়েছে শিল্প ও কৃষি উৎপাদন খরচ।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে খাদ্য, শিল্পসহ প্রায় সব ধরনের বাজার পণ্যে। সরকারের তদারকিও কমেছে। সব মিলিয়ে চরম এক অস্থির সময় পার করছে বাংলাদেশের অর্থনীতি। এমন অস্থিরতার মধ্যেও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণকে স্বস্তির খবর দিতে চায় সরকার। যা আসছে ২০২৩-২৪ বাজেটের মাধ্যমে প্রতিফলিত হবে বলে মনে করেন সরকার সংশ্লিষ্টরা।বিস্তারিত

অর্থ বাণিজ্য জাতীয়