দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্র রাজনীতির নামে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের লাগামহীন কর্মকাণ্ড যেন থামছেই না। আসন বাণিজ্য, চাঁদাবাজি, র্যাগিং, যৌন নিপীড়ন, অভ্যন্তরীণ কোন্দল, বিরোধী পক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ানো ছাড়াও প্রায় প্রতিনিয়তই কোনো না কোনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়াচ্ছেন এই ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।
অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে ‘ত্রাস’ হয়ে দাঁড়িয়েছেন ছাত্রলীগের ব্যানারে থাকা কিছু নেতা-কর্মী। প্রশাসনের নাকের ডগায় এসব কর্মকাণ্ড চললেও প্রায় বেশির ভাগ ক্ষেত্রে না দেখার ভান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নাজুক পরিস্থিতি বিরাজ করছে এই ছাত্র সংগঠনের বিতর্কিত কিছু কর্মকাণ্ডে। অভিযোগ রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ক্ষমতাসীন ছাত্র সংগঠনের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থাই নিতে দেখা যায় না প্রশাসনকে। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে সরব হয়ে উঠেছে সরকার। এসব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির লাগাম টানা হচ্ছে। ছাত্র রাজনীতির নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেন অরাজকতা না হয় সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটি সভার ‘রেকর্ড অব ডিসকাশন্স’ অনুযায়ী নির্দেশনা পাঠানো হয়েছে এ বিশ্ববিদ্যালয়গুলোয়।বিস্তারিত