হেভিওয়েট প্রার্থীদের আসন বলে পরিচিত পাবনা-১। সাঁথিয়া ও বেড়া উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত এই আসন থেকে নির্বাচিত প্রার্থীরা বিভিন্ন সময়ে সরকারের মন্ত্রী, ডেপুটি স্পিকারসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের শেষদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীরা এই আসনে সক্রিয় হয়ে উঠেছেন। অফিস-আদালত, চায়ের দোকান, ক্লাব, রিকশা-বাস, সিএনজি-নছিমন-করিমন স্ট্যান্ডসহ সর্বত্র এখন নির্বাচনী আলোচনা। কোন দলের পক্ষে কারা কারা মনোনয়নপ্রত্যাশী এবং কে কে মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা।
জানা গেছে, ২০০৮ সালের নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হন দলের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক টুকু। পরপর তিনবার এই আসনে নির্বাচিত হয়ে বর্তমানে তিনি জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করছেন। এর আগে ১৯৯৬ সালে এই আসনে বিজয়ী হয়ে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান আওয়ামী লীগ নেতা অধ্যাপক ড. আবু সাইয়্যিদ। ১৯৯১ সালে এই আসনে বিজয়ী হন জামায়াতের মওলানা মতিউর রহমান নিজামী (মানবতাবিরোদী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত)। ২০০১ সালে তিনি আবারও নির্বাচিত হলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পান। তারও আগে এই আসনে বিজয়ী হয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জাতীয় পার্টির মেজর (অব) মঞ্জুর কাদের।বিস্তারিত