আরাভ সিন্ডিকেটের ওরা কোথায় দুবাইয়ে ফ্ল্যাটের সামনে পুলিশ, স্ত্রীও হত্যা মামলার আসামি

আরাভ সিন্ডিকেটের ওরা কোথায় দুবাইয়ে ফ্ল্যাটের সামনে পুলিশ, স্ত্রীও হত্যা মামলার আসামি

বহুল আলোচিত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন এমরান হত্যার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান সম্পর্কে একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। তিনি তার সিন্ডিকেটের যে দুজনকে দিয়ে আবু ইউসুফ লিমনকে ভুয়া আসামি সাজিয়েছিলেন, তারা কোথায়? এ প্রশ্নের জন্ম দিয়েছে নতুন করে। ওই দুজন হলেন- নারায়ণগঞ্জের জোবায়ের আহমেদ বাপ্পী ও নোয়াখালীর ফরহাদ আহমেদ মজুমদার। তাদের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করেছেন লিমনের বাবা নুরুজ্জামান। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে জানা যায়, জোবায়ের আহমেদ বাপ্পীও এখন অবস্থান করছেন দুবাইয়ে। কিন্তু ফরহাদের খোঁজ কেউই জানাতে পারেননি।

এদিকে আরাভ ওরফে রবিউলের পরিবর্তে জেলখাটা লিমন রাজধানীতে রাইড শেয়ারে বাইক চালান। একই সঙ্গে ক্রিকেটের প্রশিক্ষণও নিচ্ছেন।

লিমনের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীর মিরপুরের ৬ নম্বর বাজারে উঠতি ক্রিকেট প্রশিক্ষণার্থীদের সঙ্গে আড্ডায় যোগ দিতেন লিমন। সেখানে ক্রিকেট প্রশিক্ষণার্থীরা যে বাসায় থাকতেন, সেখানে একজন দুবাইয়ের লাগেজ ব্যবসায়ীও থাকতেন। ওই সূত্রে আরাভ ওরফে রবিউল ইসলামের সঙ্গে উঠতি ক্রিকেট প্রশিক্ষণার্থীদের যোগাযোগ তৈরি হয়।বিস্তারিত

অপরাধ