দলীয় সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব — নৌপরিবহণ মন্ত্রী

দলীয় সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব। যা নারায়নগঞ্জের নির্বাচনে প্রমাণিত হয়েছে।

নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা হলে ‘মহান বিজয়ের ৪৫ বছরে আমাদের অর্জন’ শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন।

শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন এ আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়া, মো. শাহাবউদ্দিন, খন্দকার নজরুল ইসলাম, মো. কামালউদ্দিন, মহসীন ভূইয়া, মো. শাহাজালাল মিঞা, ওমর ফারুক, মোস্তাক আহমেদসহ অন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

তিনি উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে যারা আন্দোলনের নামে মানুষ হত্যা করে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে সকলকে আহ্বান জানান।

শাজাহান খান বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে, বঙ্গবন্ধুর খুনিদের জাতীয় সংসদের বিরোধী দলের আসনে বসিয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। তাদের রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি। তাদের সাথে জনগণ নেই।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতাবিরোধী চক্র ইতিহাসের পাতা থেকে বঙ্গবন্ধুর অবদান ও মহান মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্ম জেনে গেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চক্রান্ত আর কখনই সম্ভব হবে না।

National