ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম্য রাজধানীর রাস্তায় চলে ৫ লাখ ৭৭ হাজার – মাত্র দুই বছরেই বেড়েছে ১ লাখ- লক্কড়ঝক্কড় বাস চলছে বেপরোয়া ঘটছে দুর্ঘটনা

ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম্য রাজধানীর রাস্তায় চলে ৫ লাখ ৭৭ হাজার – মাত্র দুই বছরেই বেড়েছে ১ লাখ- লক্কড়ঝক্কড় বাস চলছে বেপরোয়া ঘটছে দুর্ঘটনা

ফিটনেসবিহীন ও লক্কড়ঝক্কড় বাসের দৌরাত্ম্য বেড়েছে রাজধানীর সড়কে। পাল্লা দিয়ে বাড়ছে এসব পরিবহনের সংখ্যাও। ২০২১ সালে জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছিলেন রাজধানীতে ফিটনেসবিহীন পরিবহনের সংখ্যা ৪ লাখ ৮১ হাজার ২৯টি। বর্তমানে এসব পরিবহনের সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ১টি। অর্থাৎ দুই বছরে এ ধরনের পরিবহনের সংখ্যা বেড়েছে ৯৫ হাজার ৯৭২টি। শুধু রাজধানীতে ফিটনেসবিহীন বাস ও মিনিবাসের সংখ্যা ৩২ হাজার ৯০৮টি।

বিআরটিএ সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীতে মোট পরিবহন নিবন্ধিত হয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ৮৯৮টি। এর মধ্যে ফিটনেসবিহীন পরিবহনের সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ১টি। রাজধানীতে বাসের সংখ্যা ৩৯ হাজার ৯১৯টি। যার মধ্যে ২১ হাজার ৪৪৫টি বাসের ফিটনেস নেই। এ ছাড়া ১১ হাজার ৪৬৩টি মিনিবাস, অ্যাম্বুলেন্স ৩ হাজার ৯৫, অটোরিকশা ১ লাখ ৯৪ হাজার ১৪৭, অটোটেম্পো ৫ হাজার ৪৮৩, প্রাইভেট কার ৬১ হাজার ৮২৯, কার্গোভ্যান ১ হাজার ৮৪১, কাভার্ড ভ্যান ৭ হাজার ৮৮০, জিপ ১৩ হাজার ৮২৮, মাইক্রোবাস ২৬ হাজার ৮৭০, পিকাপ ৬৮ হাজার ৪৭৭ ও টেক্সিক্যাব ৬ হাজার ৮৫৪টির ফিটনেস নেই।বিস্তারিত

জাতীয়