বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, দেশের অর্থনীতিতে এখন চার ধরনের ঝড় ও ঝুঁকি আছে। এগুলো হচ্ছে বহির্বিশ্বের সমস্যা থেকে অভ্যন্তরীণ সমস্যা আরও ঘনীভূত হয়েছে; সামষ্টিক অর্থনৈতিক সমস্যাগুলো এখন ব্যক্তিপর্যায়ে চলে এসেছে; বাজারপ্রক্রিয়া আরও দুর্বলতর হচ্ছে, বড় ব্যবসায়ীরা ছোটদের খেয়ে ফেলছে, বড়দের প্রভাব-প্রতিপত্তি বেড়ে গেছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ করে অর্থনীতির এই সংকট থেকে উত্তরণ হবে না, আরও বাড়তি উদ্যোগ লাগবে।
আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়েছে। এতে প্রতিষ্ঠানটি জানায়, ঢাকা শহরে চারজনের একটি পরিবারের প্রতি মাসে খাবার কিনতে খরচ হয় ২২ হাজার ৬৬৪ টাকা। মাছ-মাংস না খেলে এই খরচ কমে ৭ হাজার ১৩১ টাকায় নেমে আসে। এই হিসাব ফেব্রুয়ারি মাসের। গত বছরের একই সময়ের তুলনায় এবারের ফেব্রুয়ারিতে পরিবারপ্রতি খাবার খরচ বেড়েছে ২৫ শতাংশ।
সিপিডি জানায়, মাছ, মাংস, চাল, ডাল, তেল, মরিচ, হলুদ, আদা, রসুনসহ ১৭টি নিত্যপণ্যের প্রতিদিনের বাজারদর এবং একজন মানুষ গড়ে কী পরিমাণ খাদ্য গ্রহণ করে, তার ভিত্তিতে খাবার খরচের হিসাবটি করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা শহরে চারজনের পরিবারের প্রতি মাসে খাবার কিনতে খরচ হয়েছিল ১৮ হাজার ১১৫ টাকা। মাছ-মাংস না খেলে এই খরচ ছিল ৫ হাজার ৬৮৮ টাকা।বিস্তারিত