তৃণমূলে যোগাযোগ বাড়িয়েছেন মনোনয়নপ্রত্যাশীরা

তৃণমূলে যোগাযোগ বাড়িয়েছেন মনোনয়নপ্রত্যাশীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। প্রত্যেক আসনে আওয়ামী লীগ এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের রয়েছে মনোনয়নপ্রত্যাশীর ছড়াছড়ি। নির্বাচনের সময় প্রায় এক বছর বাকি থাকলেও বিভিন্ন উৎসবকে উপলক্ষ করে এলাকায় পোস্টার এবং ব্যানার টানিয়ে প্রার্থিতার বিষয়টি জানান দিচ্ছেন তারা। সম্ভাব্য প্রার্থীরা তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অংশগ্রহণ করছেন সামাজিক অনুষ্ঠানে। চট্টগ্রাম-৯ থেকে ১৬ আজ এই ৮টি আসন নিয়ে প্রতিবেদন।

চট্টগ্রাম (কোতোয়ালি) : এ আসনের বর্তমান এমপি শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী আবার আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। এ আসন থেকে মনোনয়ন চাইতে পারেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও মহানগর আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

এ আসন থেকে বিএনপির মনোনয়ন চাইবেন ডা. শাহাদাত হোসেন। এ ছাড়া মনোনয়ন চাইতে পারেন সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানও।বিস্তারিত

জাতীয় রাজনীতি সারাদেশ