এ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে লক্ষাধিক বিদেশি কর্মী কাজ করছে। নিয়োগদাতা প্রতিষ্ঠান ও বিদেশি কর্মীর মধ্যে সমঝোতা থাকায় এদের অনেকে অবৈধভাবে বসবাস করলেও সরকারি খাতায় নাম উঠছে না। অনেকে আবার পর্যটন ভিসায় এসেও তথ্য গোপন করে কাজ করছে। এদের অনেকের বেতন আট দশ লাখ টাকার বেশি। অভিযোগ আছে, কর ফাঁকি দিতে বিদেশি কর্মীদের বেশিরভাগের বেতন ব্যাংকিং চ্যানেলে মিথ্যা তথ্য দিয়ে পাঠানো হচ্ছে। তবে হুন্ডিতে বিদেশে পরিশোধ করছে বেশি। বিভিন্ন গবেষণা প্রতিবেদনেও বিদেশি কর্মীদের তথ্য গোপন করে অর্থ পাচার ও রাজস্ব ফাঁকির তথ্য উঠে এসেছে।
দেশে বৈধ-অবৈধভাবে কর্মরত বিদেশি কর্মী ও তাদের নিয়োগদানকারী প্রতিষ্ঠানের সন্ধানে জোরেসোরে কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিদেশি কর্মীদের নিয়ে ডাটা ব্যাংক হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
বিদেশি কর্মীদের প্রকৃত সংখ্যা ও বেতনের পরিমাণ জানতে এরই মধ্যে এনবিআরের কর্মকর্তাদের নিয়ে একাধিক টাস্কফোর্স কাজ করছে। গোপন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বিনা নোটিশে টাস্কফোর্সের সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বিদেশি কর্মীর বিষয়ে খোঁজ নিচ্ছে। টাস্কফোর্সের সদস্যরা অভিযানে দেখছে কত জন বিদেশি কর্মী, কত দিন থেকে, কত বেতনে কাজ করছে। এদের কাজে অনুমতি পত্র ও ভিসা আছে কিনা। বেতন ব্যাংকিং চ্যানেলে দেয়া হচ্ছে কিনা তা তাও খতিয়ে দেখছে।
বিদেশি কর্মী এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে হিসাব অনুযায়ী পাওনা রাজস্ব আদায়ে কঠোর হয়েছে এনবিআর কর্মকর্তারা। নিয়োগ দিয়েও বিদেশি কর্মীর তথ্য গোপন করেছে এমন প্রতিষ্ঠানের তালিকা তৈরী শেষে আরো বিস্তারিত তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এনবিআরের ডেটা ব্যাংকে বিদেশি কর্মীর দেশ, কর্মরত প্রতিষ্ঠানের নাম, কাজের ধরন, আয় এবং পাওনা রাজস্ব, ভিসার ধরন ও মেয়াদ, কাজের অনুমতির মেয়াদসহ বিভিন্ন তথ্য রাখা হচ্ছে।বিস্তারিত