গণভবনে ডাক পাচ্ছেন জেলা নেতারা নির্বাচনী নির্দেশনা দেবেন শেখ হাসিনা

গণভবনে ডাক পাচ্ছেন জেলা নেতারা নির্বাচনী নির্দেশনা দেবেন শেখ হাসিনা

ঈদের পর গণভবনে ডাক পাচ্ছেন জেলা আওয়ামী লীগের নেতারা। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাদের নির্বাচনী নির্দেশনা দেবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনে বিভাগভিত্তিক এই বৈঠক হতে পারে। সে ধরনের প্রস্তুতিই চলছে। দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে তৃণমূল নেতারা নতুন উদ্যমে কাজ করবেন বলে আশা করছেন নীতিনির্ধারকরা।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ঈদের পর জেলা নেতাদের গণভবনে ডাকা হতে পারে। ধারণা করছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নেতা-কর্মীদের করণীয় কী সেসব বিষয় দিকনির্দেশনা দেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনো নয় মাস বাকি। এই নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে দলীয় কোন্দল নিরসন, ঐক্যের জোর দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে কারণে তিনি তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। গত বৃহস্পতিবার গণভবনে ঢাকায় আট সাংগঠনিক জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে জেলা নেতাদের কথা শোনার পাশাপাশি দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী গাইড লাইন দেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।বিস্তারিত

রাজনীতি