বিশ্বের অন্যতম বড় ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে তার সব অফিস সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে। কারণ, মার্কিন কোম্পানিটি তার করপোরেট কর্মীদের নতুন করে ছাঁটাই সম্পর্কে অবহিত করার প্রস্তুতি নিচ্ছে। গতকাল রোববার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ম্যাকডোনাল্ডস তার মার্কিন কর্মীদের একটি ই-মেইল পাঠিয়েছে। এতে সোম থেকে বুধবার পর্যন্ত তাঁদের বাড়িতে বসে কাজ করতে বলা হয়েছে। কর্মী ছাঁটাইয়ের খবর যাতে অনলাইনে জানানো যায়, সে জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে ম্যাকডোনাল্ডস।
তবে ম্যাকডোনাল্ডস ঠিক কতসংখ্যক কর্মী বরখাস্ত করবে, তা স্পষ্ট নয়।
কর্মীদের কাছে পাঠানো অভ্যন্তরীণ ই-মেইলে ম্যাকডোনাল্ডস লিখেছে, এ সপ্তাহে তারা প্রতিষ্ঠানের ভূমিকা ও কর্মী-সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে।
চলতি সপ্তাহে মার্কিন কর্মীদের পূর্বনির্ধারিত সব সশরীর বৈঠকও বাতিল করতে বলেছে ম্যাকডোনাল্ডস।
যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক ফাস্ট ফুড চেইনটি গত জানুয়ারি মাসেই বলেছিল, তারা কোম্পানির হালনাগাদ ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে করপোরেট কর্মী স্তর পর্যালোচনা করবে। এর ফলে কিছু ক্ষেত্রে কর্মী ছাঁটাই হতে পারে। অন্য ক্ষেত্রে কোম্পানির সম্প্রসারণ হতে পারে।
আগামী বুধবারের মধ্যে ম্যাকডোনাল্ডসের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবিলা চেষ্টার অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন কোম্পানিতে কর্মী ছাঁটাই বাড়ছে। গুগল, অ্যামাজন, ফেসবুকসহ বিশ্বের বেশ কয়েকটি প্রযুক্তি জায়ান্ট সম্প্রতি তাদের কার্যক্রম ব্যাপকভাবে কমিয়েছে। ছাঁটাই করেছে কর্মী।বিস্তারিত