নির্বাচন কমিশনের সংলাপে সাড়া মিলছে না। প্রথম-দ্বিতীয় দফায় সংলাপ বর্জন করা বিএনপিসহ নয়টি দলকে আবারও অনানুষ্ঠানিক আলোচনার আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু বিএনপি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনের সংলাপে তারা যাবে না। অন্যদিকে আট রাজনৈতিক দলের নেতারাও নির্বাচন কমিশনের সংলাপে না যাওয়ার কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। কোনো কোনো দল ইসির অনানুষ্ঠানিক আলোচনার আমন্ত্রণে ক্ষুব্ধ। অনেক দল বলছে, সংলাপে না গেলেও সিইসিকে পাল্টা চিঠি দিয়ে অবস্থান জানিয়ে দেবে তারা। এ ছাড়া সিপিবি, বাসদ ও কল্যাণ পার্টিসহ কয়েকটি দলকে দেওয়া সিইসির চিঠিতে ভুল ছিল। পরে গত শনিবার আবারও আটটি দলকেই নতুন করে চিঠি পাঠিয়েছে ইসি। তবে আগের চিঠি প্রত্যাহার না করেই নতুন চিঠি দেওয়া এবং চিঠিতে ‘অনানুষ্ঠানিক’ আলোচনার কথা লেখা নিয়ে ক্ষুব্ধ দলগুলো।
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে গত বছরের মার্চ থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছিল। এর অংশ হিসেবে জুলাইয়ে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিল ইসি। তার আগে ইভিএম যাচাইয়ে দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। সেই ইভিএম দেখার আমন্ত্রণ উপেক্ষা করেছিল বিএনপিসহ সমমনা দলগুলো। এরপর গত ২৩ মার্চ তৃতীয় দফায় অনানুষ্ঠানিক আলোচনায় বিএনপি ও তার মিত্র দলের নেতাদের নিয়ে আলোচনায় আসার অনানুষ্ঠানিক চিঠি দেওয়া হয়।বিস্তারিত