শেখ হাসিনার নেতৃত্বে টানা তিন মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এর মধ্যে বিগত দুটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা ছাড়া উতরে গেলেও আগামী জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ দেখছে দলটি। বিষয়টি মাথায় রেখে ছক কষছে আওয়ামী লীগ। দেশব্যাপী ভোটারদের মধ্যে নৌকার গ্রহণযোগ্যতা কেমন, তা জানতে এরই মধ্যে দুই দফায় আসনভিত্তিক জরিপ করা হয়েছে। সেই জরিপের ভিত্তিতে ১৮০ থেকে ২০০ আসনে নৌকার অবস্থান ভালো বলে মনে করছে ক্ষমতাসীন দলটি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য আজকের পত্রিকাকে জরিপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে দুই দফা জরিপ হয়েছে। সেখানে আমরা দেখেছি, ১৮০ থেকে ২০০ আসনে আমাদের অবস্থান মোটামুটি ভালো। সেই আসনগুলোতে বিজয়ী হওয়ার লক্ষ্য নিয়েই আমরা মনোনয়ন দেব। বাকি আসনগুলোর প্রার্থীদের বলব, কে দাঁড়াবে দাঁড়াও। ওখানে জয়-পরাজয় নিয়ে আমাদের তেমন মাথাব্যথা থাকবে না।’
জানা গেছে, দলীয় সভাপতির নিজস্ব উইংয়ের পাশাপাশি আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই), বেসরকারি প্রতিষ্ঠান ও গোয়েন্দা সংস্থা এসব জরিপ করেছে। জরিপে ১৯৯১-২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত চারটি সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। শক্ত প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে বিবেচনায় নেওয়া হয়নি।বিস্তারিত