দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণই ইসির চ্যালেঞ্জ ইভিএমের পক্ষে ছিলেন দুই নির্বাচন কমিশনার, বিপক্ষে সিইসিসহ তিনজন, ব্যালটে ফেরা নিয়ে সিইসির ব্যাখ্যা, বললেন ইসি ব্যালটে ফিরেছে নিজের সিদ্ধান্তে, সংকট দলগুলোকে নিরসন করতে হবে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণই ইসির চ্যালেঞ্জ ইভিএমের পক্ষে ছিলেন দুই নির্বাচন কমিশনার, বিপক্ষে সিইসিসহ তিনজন, ব্যালটে ফেরা নিয়ে সিইসির ব্যাখ্যা, বললেন ইসি ব্যালটে ফিরেছে নিজের সিদ্ধান্তে, সংকট দলগুলোকে নিরসন করতে হবে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট করার পরিকল্পনা রাখা হলেও সোমবার কমিশন বৈঠকে সংসদ নির্বাচনে ইভিএম না ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোট হবে। যদিও ওই বৈঠকে ইভিএম ব্যবহার করা নিয়ে দ্বিধাবিভক্ত ছিল নির্বাচন কমিশন। ইসি সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার থেকে সরে এলেও এখনো ভোটে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিএনপি। এমনকি তারা ইসির সংলাপে আসার বিষয়টিও নাকচ করে দিয়েছে। এ অবস্থায় আগামী সংসদ নির্বাচনে সব দলকে ভোটে আনাই নির্বাচন কমিশনের জন্য এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র জানিয়েছে, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিপক্ষে অবস্থান নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও মো. আলমগীর। অন্যদিকে সচল ইভিএমের সর্বোচ্চ ব্যবহারের পক্ষে ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান ও মো. আনিছুর রহমান। ইসির বৈঠকে সংসদ নির্বাচনে সচল ইভিএমের সর্বোচ্চ ব্যবহার করার প্রস্তাব উপস্থাপন করেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।বিস্তারিত

জাতীয়