পদবঞ্চিতরাই গলার কাঁটা বিএনপির

পদবঞ্চিতরাই গলার কাঁটা বিএনপির

আগামী দুই-এক মাসের মধ্যে সরকারের পদত্যাগের দাবি নিয়ে জোরালো আন্দোলনে নামছে বিএনপি। এই লক্ষ্যে মূল দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনের কাজ শেষ করতে বেশ তাগাদা রয়েছে দলটির শীর্ষ পর্যায় থেকে। এরই মধ্যে সবগুলো দলের কমিটি গঠনের কাজ প্রায় ৮০ শতাংশ শেষ করা হয়েছে। যেসব সাংগঠনিক কাজ বাকি আছে তাও এক মাসের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা।

এদিকে, দলকে আন্দোলনের জন্য প্রস্তুত করতে গিয়ে কমিটি গঠনে ভুল পদক্ষেপের কারণে নিজেদেরই প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। সারা দেশে প্রায় বিএনপির সব সংগঠনে পদবঞ্চিতদের একটি বড় অংশ বর্তমানে মূল সাংগঠনিক কর্মকাণ্ডের বিরোধিতা করছেন। এই বিরোধিতার কারণে বিএনপি সরকারবিরোধী আন্দোলনে কাক্সিক্ষত ফল পাবে না বলে শঙ্কা প্রকাশ করছেন দলের বেশ কয়েকজন নেতা।

সূত্র জানায়, পদবঞ্চিতদের বিরোধিতা নিয়ে গত সপ্তাহে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়। বৈঠকে ওঠে এসেছে দলের কয়েকজন নেতা কমিটি গঠনের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও আর্থিক সুবিধা নেওয়ার ফলেই পদবঞ্চনার শিকার হয়েছেন দলের ত্যাগী এবং অত্যাচারিত নেতাকর্মীরা। কাক্সিক্ষত পদ না পেয়ে রাগে-ক্ষোভে অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়লেও বড় একটি অংশ দলের বর্তমান কমিটির বিরুদ্ধে মাঠে অবস্থান নিয়েছেন। কিছু ক্ষেত্রে তারা সরকারের সঙ্গে আতাত করে বিএনপির অনুষ্ঠানকে পণ্ড করে দিচ্ছে। সম্প্রতি নরসিংদীতে পদবঞ্চিতদের প্রতিরোধের মুখে পিচু হঠতে বাধ্য হয় বিএনপি।বিস্তারিত

রাজনীতি