বঙ্গবাজারে আগুন: ‘ব্যবসায়ীদের দ্বন্দ্ব খতিয়ে দেখা হচ্ছে’

বঙ্গবাজারে আগুন: ‘ব্যবসায়ীদের দ্বন্দ্ব খতিয়ে দেখা হচ্ছে’

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বহুতল ভবন নির্মাণ প্রশ্নে বঙ্গবাজারের ব্যবসায়ীদের দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। অগ্নিকাণ্ডের পেছনে এদের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আজ শনিবার (৮ এপ্রিল) ডিএমপি কমিশনার একথা বলেন।

এর আগে মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এছাড়া সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। ততক্ষণে বঙ্গবাজারসহ পার্শ্ববর্তী কয়েকটি মার্কেটের পাঁচ হাজার ব্যবসায়ীর মালামাল পুড়ে যায়।

জাতীয়