বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতে চলতি ২০২২-২৩ অর্থবছরের শুরু থেকে বিভিন্ন খাতে ব্যয় সাশ্রয়ের পদক্ষেপ গ্রহণ করে সরকার। এর ফলে পরিচালন বাজেটে এবার ১৫ হাজার কোটি টাকার বেশি সাশ্রয় হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে ভর্তুকি ও ঋণের সুদ পরিশোধে চলতি অর্থবছরে বাড়তি ব্যয় হবে ৩০ হাজার ৬৩৮ কোটি টাকা। অর্থাৎ কৃচ্ছ্রসাধন নীতির মাধ্যমে যে পরিমাণ অর্থ সাশ্রয় হচ্ছে, তার দ্বিগুণেরও বেশি চলে যাচ্ছে ভর্তুকি ও সুদ পরিশোধে।
গত বুধবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের আর্থিক, মুদ্রা ও মুদ্রা বিনিময় হার সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিলের বৈঠকে চলতি অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।
বৈঠকে উপস্থাপিত অর্থ বিভাগের প্রতিবেদনে জানানো হয়, চলমান কৃচ্ছ্রসাধন নীতির পরিপ্রেক্ষিতে চলতি অর্থবছরে পণ্য ও সেবা এবং সম্পদ সংগ্রহ ও পূর্ত কাজ খাতে ৬ হাজার ৪৭০ কোটি টাকা কম খরচ হবে। এ ছাড়া বেতন-ভাতা খাতে ১ হাজার ৯৩ কোটি টাকা এবং শেয়ার ও ইকুইটিতে বিনিয়োগ খাতে ৭ হাজার ৫৮৫ কোটি টাকা সাশ্রয় হবে। সব মিলিয়ে ১৫ হাজার ১৪৮ কোটি টাকা ব্যয় সাশ্রয়ের আশা করা হচ্ছে।বিস্তারিত