অভুতপূর্ব পরিবর্তন আনতে চলেছে আইফোন নির্মাতা অ্যাপল। আইফোন ১৫ সিরিজ সম্পর্কে বেশকিছু উন্নয়ন তথ্য ফাঁস হয়ে গেছে বলে গণমাধ্যম দাবি করছে। বলা হচ্ছে, নতুন সলিড-স্টেট ভলিউম আর অ্যাকশন বাটনে যুক্ত করে আইফোনে বিস্ময়কর পরিবর্তন আসছে।
সময়ের ট্রেন্ড বলছে, স্মার্টফোনে যত কম বেজেল থাকে ততই ভালো। স্মার্টফোন নির্মাতারা বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছেন। তা ছাড়া ‘পপ আপ’ ক্যামেরার মতো জটিল প্রযুক্তির সফল ব্যবহার দেখা যাবে আইফোনে পরের মডেলে। সরু বেজেল বৈশিষ্ট্য আইফোন ‘১৫ প্রো ম্যাক্স’ মডেল নতুন বিপ্লবের সূচনা করতে পারে। সম্ভবত এত সরু বেজেলের স্মার্টফোন বিশ্ব আগে দেখেনি।
ডিজাইন আর ফিচারের দিক থেকে আইফোন ১৫ সিরিজের প্রো মডেল সবার থেকে এগিয়ে থাকবে। ভক্তদের প্রত্যাশা, নতুন অ্যাপল স্মার্টফোনে যেন ডিসপ্লের রিফ্রেশ রেট আরও বাড়িয়ে দেওয়া হয়।
আইফোন ১৫ সিরিজে (আইওএস ১৭) ইউজার ইন্টারফেস থাকছে। ফলে ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে। ফলে ইউএসবি টাইপ সি ফিচারটি ডিভাইসে দেখা যাবে।
ইউএসবি টাইপ-সি ক্যাবল দিয়ে ডাটা ট্রান্সফার করতে পারবেন। আবার ডিভাইস চার্জও করতে পারবেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই নতুন আইফোন ১৫ সিরিজের স্মার্টফোন বিশ্বাবাজারে প্রবেশ করবে।বিস্তারিত