সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের দাবি শহীদদের স্মরণে দোয়া মাহফিল

এম.এ হালিম,দেবিদ্বার প্রতিনিধি : শহীদদের স্মরণে দেবিদ্বার মেরিট হোম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে সকালে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কুরআন তিলাওয়াত, দোয়া মাহফিল,ছবি আঁকা,রচনা প্রতিযোগিতা ইত্যাদি। অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ডা:এনামুল হক,সাংগঠনিক সম্পাদক এস.এম মাসুদ রানা অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক,শিক্ষীকা,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এ সময় উপাধ্যক্ষ এ.টি.এম সাইফুল ইসলাম মাসুমসহ অতিথিরা আলোচনা সভায় বক্তব্য রাখেন।
বক্তারা বলেন সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও এখনো দেশে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার চালু হয়নি। তা রয়ে গেছে কাগজে-কলমে। সরকারি-বেসরকারি অফিস-আদালত, মন্ত্রণালয়সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার হচ্ছে না। এমনকি এ-সংক্রান্ত আইনের বাধ্যবাধকতাও মানতে বাধ্য করা যাচ্ছে না কাউকে। উক্ত সভা থেকে সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের দাবি জানানো হয়।

সারাদেশ