তালিকা হচ্ছে কমিটি বাণিজ্যে জড়িতদের কেন্দ্র থেকে তৃণমূল, সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ অভিযোগ সবখানেই

তালিকা হচ্ছে কমিটি বাণিজ্যে জড়িতদের কেন্দ্র থেকে তৃণমূল, সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ অভিযোগ সবখানেই

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে কমিটি বাণিজ্যে যারা গডফাদার তাদের তালিকা হচ্ছে। কেন্দ্র থেকে তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগের কিছু নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় তৎপর হয়ে উঠেছে রাষ্ট্রীয় সংস্থা। সংস্থাগুলো তালিকা করে দলের সর্বোচ্চ মহলে পাঠাচ্ছে। ফলে কপাল পুড়তে পারে কমিটি ও মনোনয়ন বাণিজ্যে জড়িত কিছু নেতানেত্রীর। জেলা-উপজেলায় আওয়ামী লীগের সম্মেলন এবং সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের কমিটি গঠনে ‘অনুপ্রবেশ’ ঠেকাতেই এ উদ্যোগ।

কয়েকটি সংস্থাসূত্র জানান, বিশেষ সুবিধা নিয়ে গত ১৪ বছরে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, যুবলীগ-ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, মহিলা লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ, জাতীয় শ্রমিক লীগে জামায়াত-শিবির ও বিএনপি এবং ফ্রীডম পার্টির লোকেরা জায়গা করে নিয়েছেন। এর সঙ্গে সংগঠনের কিছু প্রভাবশালী নেতা, সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা জড়িত। তাদের হাত ধরে রাতারাতি জামায়াত-শিবির ও ফ্রীডম পার্টির লোকেরাও আওয়ামী লীগ বনে যাচ্ছেন। আওয়ামী লীগের তকমা গায়ে লাগিয়ে করে বেড়াচ্ছেন নানা ধরনের অপকর্ম। সূত্র জানান, কেন্দ্রের এক প্রবীণ নেতা সম্প্রতি একটি জেলা কমিটিতে সাংগঠনিক সম্পাদক বানানোর কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ২৫ লাখ টাকা উৎকোচ গ্রহণ করেন। পরে সেই নেতাকে সাংগঠনিক সম্পাদক না বানিয়ে জেলার সদস্য করেছেন। শুধু কমিটি বাণিজ্য নয়, কারও কারও বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভায় মেয়র পদেও মনোনয়ন বাণিজ্যের অভিযোগ রয়েছে। বিস্তারিত

রাজনীতি