যেসব আমলে রমজানকে বিদায় জানাব

যেসব আমলে রমজানকে বিদায় জানাব

বিদায় নিচ্ছে মহিমান্বিত মাস রমজান। রমজানের বিদায়বেলায় মুমিনের হৃদয়ে জাগ্রত হয় আশা ও ভয়। একদিকে সে আল্লাহর দয়া ও অনুগ্রহ লাভে আশাবাদী হয়, অন্যদিকে সে কল্যাণ থেকে বঞ্চিত হওয়ার ভয়ে ভীত থাকে। রমজানের বিদায়বেলায় মুমিন তার অর্জন ও ব্যর্থতার হিসাব করে। সে বিনীত হয়ে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও দয়া প্রার্থনা করে।

মুমিন কেন চিন্তিত হয় : রমজানের বিদায়লগ্নে মুমিন চিন্তিত হয়। কেননা মহানবী (সা.) বলেছেন, ‘ওই ব্যক্তির নাক ধুলাধূসরিত হোক, যে রমজান পেল এবং তার গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৩৫৪৫)

অন্য হাদিসে তিনি বলেছেন, ‘তোমাদের কাছে বরকতময় মাস রমজান আগমন করল। আল্লাহ তোমাদের ওপর এই মাসের রোজা ফরজ করেছেন, এই মাসে জান্নাতের দরজা খোলা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করা হয়। শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এ মাসে এমন একটি রাত আছে, যা হাজার রাতের চেয়ে উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সত্যিই বঞ্চিত হলো।’ (সুনানে নাসায়ি, হাদিস : ২১০৮)বিস্তারিত

জাতীয়