ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ পেতে আগ্রহ দেখিয়েছে জাপান। এ বিষয়ে বাংলাদেশ সরকারের মনোভাবও ইতিবাচক। সবকিছু ঠিক থাকলে এই কাজ পেতে পারে জাপান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিমানবন্দর পরিচালনা ও রক্ষণাবেক্ষণকাজের একটি অংশ গ্রাউন্ড হ্যান্ডেলিং। বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পর পথ দেখিয়ে পার্কিং বে–তে নেওয়া, দরজায় সিঁড়ি লাগানো, যাত্রীদের মালামাল ওঠানো-নামানো, উড়োজাহাজের ভেতর পরিষ্কার করা, চেকইন কাউন্টারে সেবার মতো কাজ গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের অন্তর্ভুক্ত।
দেশের সবগুলো বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস করছে। এই খাত থেকে বিমান বছরে প্রায় ৫০০ কোটি টাকা আয় করে বলেবিস্তারিত সূত্র জানায়। তবে শতভাগ সরকারি মালিকানাধীন সংস্থা বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে।বিস্তারিত