বিশ্বব্যাংকের এলপি সূচকে এগিয়েছে বাংলাদেশ

বিশ্বব্যাংকের এলপি সূচকে এগিয়েছে বাংলাদেশ

বিশ্বব্যাংক প্রকাশিত প্রতিবেদন দ্য লজিস্টিক পারফরম্যান্স ইনডেক্স (এলপিআই) বা পণ্য পরিবহন সহজীকরণ সূচকে ১২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০১৮ সালে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের এলপিআই র‌্যাংক ছিল ১০০তম। আর ২০২৩ সালে এলপিআই র‌্যাংক দাঁড়িয়েছে ৮৮তম অবস্থানে। অর্থাৎ বাংলাদেশ ১২ ধাপ এগিয়েছে।

তবে এ সময় বাংলাদেশের এলপিআই স্কোরে কোনো পরিবর্তন হয়নি। ২০১৮ সালে বাংলাদেশের এলপিআই স্কোর ছিল ২ দশমিক ৬০ পয়েন্ট। ২০২৩ সালেও তা একই রয়েছে।

এলপিআই কী?

এলপিআই হচ্ছে বিশ্বব্যাংক প্রকাশিত একটি মাপকাঠি বা সূচক। এলপিআই থেকে বোঝা যায় একটি দেশের ভেতরে পণ্য পরিবহন সহজ না কঠিন। পাশাপাশি এই সূচকে দেখা যায় একটি দেশে অন্য দেশের পণ্য কতটা সহজে ঢুকতে পারে। কতটা সহজে এবং কম খরচে বের হতে পারে।

এই সূচক থেকে দেখা যায় বিশ্বের কোন দেশ বা কোন অঞ্চল পণ্য পরিবহনসেবায় ভালো করছে, কোন অঞ্চল খারাপ করছে। এই সূচকে দুটি পরিমাপ পাওয়া যায়। একটি হচ্ছে এলপিআই স্কোর। আরেকটি হচ্ছে এলপিআই র‍্যাংক। এলপিআই স্কোর বেশি হলে বুঝতে হবে সেই দেশ ভালো করছে। কম হলে বুঝতে হবে খারাপ করছে। আর এলপিআই র‍্যাংক যত কম, দেশটি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তত ভালো।বিস্তারিত

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ