দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের দলীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচনি কার্যক্রম ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে শুরুও করে দিয়েছে দলটি। ধাপে ধাপে এই কার্যক্রম আরও জোরালো ভিত্তিতে চালানো হবে। ঈদকে কেন্দ্র করে দলটির সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনি এলাকায় অবস্থান করেছেন, চালিয়েছেন গণসংযোগও। ইতোপূর্বে দলীয় প্রধানের পক্ষ থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিদেশীয় সফর শেষে দেশে ফিরলে জেলা ও বিভাগীয় নেতাদের ডেকে আরও নির্দেশনা দেবেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা ও একাধিক জেলা নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সঙ্গে কথা হয় দৈনিক আমার সংবাদের এই প্রতিবেদকের। তিনি দলের নির্বাচনি প্রচার-প্রচারণা নিয়ে কথা বলেন। আওয়ামী লীগ ধাপে ধাপে ব্যাপক ভিত্তিক নির্বাচনি প্রচারণা শুরু করবে জানিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, ইতোমধ্যেই আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন, থানা, মহানগর ও ওয়ার্ড পর্যায়ে ঈদকেন্দ্রিক আমাদের নির্বাচনি কার্যক্রম শুরু করেছি, সামনে আরও ধাপে ধাপে ব্যাপক ভিত্তিক শুরু হবে। ইতোপূর্বে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নিয়ে বৈঠক করেছেন, নির্বাচনের বিষয়ে দিক-নির্দেশনা দিয়েছেন। এভাবে ধাপে ধাপে নির্বাচনি কার্যক্রম এগিয়ে নেয়া হবে। এক পর্যায়ে ব্যাপক ভিত্তিক নির্বাচনি কার্যক্রম চালাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। দেশের উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতাকে তুলে ধরে বিগত দিনে সরকার দেশের মানুষের জন্য যেসব কল্যাণকর কাজ করেছে, উন্নয়নমূলক কাজ করেছে তা জনগণের সামনে তুলে ধরা হবে। একইভাবে বিএনপি-জামায়াতের ‘দুঃশাসন’ নিপীড়ন-নির্যাতন, জ্বালাও পোড়াও, আন্দোলন-সংগ্রামের নামে বিরোধী দলের অগ্নিসন্ত্রাস ও সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে অপরাজনীতির যে অশুভ তৎপরতা শুরু করেছে এ বিষয়গুলোও মানুষের সামনে তুলে ধরা হবে। যাতে ‘জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন’ বিএনপি পুরোপুরি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আগামী নির্বাচনকে সামনে রেখে এটি আমাদের লক্ষ্য। এই সব লক্ষ্য সামনে রেখে আমরা নির্বাচনি কার্যক্রম শুরু করেছি, পর্যায়ক্রমে এই কার্যক্রম আরও বাড়বে। বিস্তারিত