ইলন মাস্কের যত কাণ্ড

ইলন মাস্কের যত কাণ্ড

বেশ কয়েক বছর ধরে রেখেছিলেন বিশ্বের শীর্ষ ধনীর তকমা। করোনাকালেও তাঁর সম্পদের পরিমাণ বেড়েছিল হু হু করে। তবে অর্থবিত্তে ভাটা পড়তে শুরু করে সামাজিক যোগাযোগেরমাধ্যম টুইটার কেনার পর থেকে। লোকসানে লজ্জার রেকর্ড গড়েছেন তিনি। হারিয়েছেন বিশ্বের সেরা ধনীর তকমাও। বর্তমান বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন এই ধনকুবের।  অনেক বিতর্কিত সিদ্ধান্ত আর কর্মকান্ডের জন্য বারবারই হয়েছেন সংবাদপত্রের শিরোনাম। রইল বিস্তারিত…

 

♦  বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা, মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সসহ মোট আটটি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা।
♦ টেসলার ২৩ শতাংশের মালিক তিনি। কিন্তু ঋণের জন্য জামানত হিসেবে তাঁর অর্ধেকেরও বেশি শেয়ার দেখিয়েছেন।
♦ ২০০২ সালে প্রতিষ্ঠা করেন স্পেসএক্স, এতে খরচ করেছিলেন ১২৭ বিলিয়ন ডলার; তিন বছরে এর মূল্য চার গুণ বেড়েছে।
♦ ২০২২ সালে ৪ হাজার কোটি ডলারের বেশি দিয়ে কিনে নেন টুইটার। তিনি এখন কোম্পানির আনুমানিক ৭৪ শতাংশের মালিক।বিস্তারিত
আন্তর্জাতিক বিচিত্র খবর মতামত লাইফ স্টাইল