চলতি সপ্তাহান্তেই ফার্স্ট রিপাবলিক ব্যাংক বিক্রি করে দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা। প্রায় ছয়টি ব্যাংক এই আর্থিক প্রতিষ্ঠানটি কেনার জন্য দর দেবে বলে জানা যাচ্ছে। এর আগে আরও দুটি মার্কিন ব্যাংককে উদ্ধার করতে এগিয়ে আসতে হয়েছিল নিয়ন্ত্রকদের।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) ফার্স্ট রিপাবলিক ব্যাংক নিলামে তুলেছে। যেসব বড় ব্যাংক এই প্রক্রিয়ায় অংশ নিয়েছে, সেগুলো হলো—সিটিজেন ফিন্যান্সিয়াল গ্রুপ ইনকরপোরেশন, পিএনজি ফিন্যান্সিয়াল সার্ভিসেস গ্রুপ, জেপি মরগান চেজ অ্যান্ড কোম্পানি। এ ছাড়া ইউএস ব্যাংকিং করপোরেশনকেও এফডিআইসি দরপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।
এই নিলামপ্রক্রিয়ায় এফডিআইসিকে পরামর্শ দিচ্ছে গুগেনহেম সিকিউরিটিস।
তিনটি সূত্রে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রয়টার্স জানিয়েছে, এফডিআইসি গত সপ্তাহে এই নিলামপ্রক্রিয়া শুরু করে। দরদাতাদের বলা হয়েছিল, গত শুক্রবারের মধ্যে তারা যেন দরপত্র জমা দেয়, তবে সেই দরের বাধ্যবাধকতা থাকবে না। দরদাতারা গত এক সপ্তাহে ফার্স্ট রিপাবলিকের সবকিছু খতিয়ে দেখেছে।বিস্তারিত