কনসার্ট চলাকালীন এআর রহমানকে মঞ্চ থেকে নামিয়ে দিল পুলিশ।

কনসার্ট চলাকালীন এআর রহমানকে মঞ্চ থেকে নামিয়ে দিল পুলিশ।

পুনের এক কনসার্টে গান গাইছিলেন বলিউডের অন্যতম সফল শিল্পী ও সঙ্গীত পরিচালক এআর রহমান। কিন্তু রাত দশটার বেশি বেজে যাওয়ায় একজন পুলিশ অফিসার মঞ্চে উঠে বন্ধ করে দেন ওই কনসার্ট। কেননা রাত দশটার পর দেশটিতে লাউডস্পিকারে গান বাজনা করায় সুপ্রিমকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে।

মঞ্চে উঠে অনুষ্ঠান বন্ধ করে দেয়ার একটি ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, ওই পুলিশ কর্মকর্তা সোজা মঞ্চে উঠে যান। সেখানে এআর রহমানসহ অন্যান্যদের তার ঘড়ির দিকে দেখিয়ে অনুষ্ঠান বন্ধ করে দিতে বলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর জানাচ্ছে ঘটনাটি গত রোববারের (৩০ এপ্রিল)। পুলিশ কর্মকর্তা সন্তোষ পাটিলের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, রাত দশটার পরও গানবাজনা চালানোতে নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণেই তাদের অনুষ্ঠান বন্ধ করতে অনুরোধ করেছিলেন তিনি। এআর রহমানসহ অন্যান্যরা তার অনুরোধে অনুষ্ঠান বন্ধ করে দেন।

ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়, যখন পুলিশ কর্মকর্তা মঞ্চে ওঠেন, তখন অনুষ্ঠান শেষের দিকেই ছিল। তবে শেষপর্যন্ত গান অসমাপ্ত রেখেই মঞ্চ থেকে নেমে যেতে হয় এআর রহমানকে।

এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করছেন পুলিশের বিরুদ্ধে। নিয়মের অজুহাতে একজন অস্কারজয়ী শিল্পীকে মঞ্চ থেকে নামিয়ে দেয়াকে মানতে পারছেন না অনেকেই। তাদের যুক্তি— চারিদিকে বহু অনৈতিক ঘটনা ঘটছে। সেগুলোতে পুলিশের ভ্রুক্ষেপ না থাকলেও এ বিষয়টি নিয়ে পুলিশের তৎপরতা উদ্দেশ্যপ্রণোদিত

আন্তর্জাতিক বিনোদন