মামলার বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে ব্যাংক খাতের খেলাপি ঋণ কমানোর বিষয়টি বারবার আলোচানায় এলেও তাতে সাড়া কম। ২০১৯ সালে এ উদ্যোগ নেওয়ার পর গত বছরের ডিসেম্বর পর্যন্ত এ উপায়ে ব্যাংকগুলোর ১ হাজার ২৮টি ঋণের বিপরীতে মাত্র ৬৭২ কোটি টাকা আদায় হয়েছে। দেশের ৬০টি ব্যাংক ১ লাখ ৯১ হাজার ১৮৪ কোটি টাকা আদায়ে ২ লাখ ১৪ হাজারের মতো মামলা করেছে। অর্থ আদায়ে অভিজ্ঞতার অভাব, বিশ্বাসযোগ্যতার ঘাটতিসহ নানা কারণে মামলার বাইরে সমঝোতার এ পদ্ধতিতে অর্থ আদায়ে ব্যাংক বা গ্রাহকের আগ্রহ কম।
ব্যাংকাররা জানান, মামলা করেও যে অনেক অর্থ আদায় করা যাচ্ছে, তেমন নয়। গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর করা ২ লাখের বেশি মামলার মধ্যে মাত্র ১৩ হাজার ১১৫টি নিষ্পত্তি হয়েছে। এর বিপরীতে আদায় হয়েছে ৩ হাজার ৫৪২ কোটি টাকা। এর মানে খুব সামান্য অর্থ আদায় হয়েছে। অর্থঋণ আদালতে অনেক দিন ধরে বিচরক সংকট রয়েছে। বছরের পর বছর ধরে মামলা চলে। আবার অর্থঋণ আদালতে কোনো মামলা নিষ্পত্তির পর আদায় প্রক্রিয়া ঝুলিয়ে দিতে ঋণখেলাপিরা এক আদালত থেকে আরেক আদালতে মামলা করেন। সব মিলিয়ে মামলার প্রক্রিয়া শেষ করতে বছরের পর বছর লেগে যায়।বিস্তারিত