বিএনপির নতুন কর্মসূচি আসছে বিভাগে রোড মার্চ, লং মার্চ শেষে ঢাকামুখী কর্মসূচি

বিএনপির নতুন কর্মসূচি আসছে বিভাগে রোড মার্চ, লং মার্চ শেষে ঢাকামুখী কর্মসূচি

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। প্রতিটি বিভাগীয় শহরে রোড মার্চ, লং মার্চ কর্মসূচি শেষে ‘চল চল ঢাকা চল’ কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায় করতে চাচ্ছে দলটি। ইতোমধ্যে আন্দোলনের কর্মসূচি ও কৌশল নিয়ে সমমনাদের মতামতও নেওয়া হয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় সবার মতামত পর্যালোচনা করে নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে। নতুন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে আবারও রাজপথে নামবে দলটি। আন্দোলনে দলের প্রতিটি স্তরের নেতাকর্মী ছাড়াও অন্যান্য জোট, দল ও সংগঠনকে যুগপৎভাবে রাজপথে নামানোর পরিকল্পনা রয়েছে বিএনপির।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে বলেন, আন্দোলন কর্মসূচি প্রণয়ন নিয়ে আলোচনা চলছে। সবার সঙ্গে আলোচনা করে শিগগির চূড়ান্ত হলে তা ঘোষণা করা হবে। ইতোমধ্যে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। এবার আর সরকারকে কারচুপির ভোট করে ক্ষমতায় যেতে দেবে না জনগণ। গণঅভ্যুত্থানের মাধ্যমেই ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি।

জানা গেছে, সরকার পতনের আন্দোলনকে আরও বেগবান করতে চলতি সপ্তাহে নতুন কর্মসূচি ঘোষণার প্রস্তুতি চলছে। আগামী সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হবে। একই সঙ্গে আন্দোলনের অভিন্ন রূপরেখাও বৈঠকে উত্থাপন করা হবে। এতে বিএনপির মূল দাবিকে অক্ষুণ্ণ রেখে অন্য দলগুলোর দাবি-দাওয়া অন্তর্ভুক্ত করা হবে। যাতে উল্লেখ থাকবে ভবিষ্যতে ক্ষমতায় এলে দলগুলো কী করবে। সবকিছু ঠিক থাকলে রূপরেখা ও যুগপৎ কর্মসূচি একই সঙ্গে ঘোষণা করা হতে পারে। কর্মসূচির মধ্যে রোড মার্চকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এ কর্মসূচিতে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলোকে ভিন্ন ভিন্ন বিভাগে দায়িত্ব দেওয়া হতে পারে। এ ছাড়াও বৃহৎ জেলাগুলোতে সমাবেশের কর্মসূচি নিয়েও পরিকল্পনা রয়েছে দলটির। কর্মসূচি ঘোষণার ক্ষেত্রে চলমান এসএসসি পরীক্ষার বিষয়টিকেও বিবেচনায় রাখা হচ্ছে। পরীক্ষা চলাকালে বড় কর্মসূচি কীভাবে এড়ানো যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে দলের মধ্যে।বিস্তারিত

রাজনীতি