মূল্যস্ফীতিসহ তিন চ্যালেঞ্জ নিয়ে সতর্ক করল আইএমএফ

মূল্যস্ফীতিসহ তিন চ্যালেঞ্জ নিয়ে সতর্ক করল আইএমএফ

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও টাকার ওপর চাপ অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলেছে, ধারাবাহিক উচ্চ মূল্যস্ফীতি, বৈশ্বিক আর্থিক খাতের অস্থিরতা বৃদ্ধি ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার দেশগুলোতে প্রবৃদ্ধির ধীরগতি প্রভাব ফেলবে প্রবৃদ্ধির চাকায়।

দেশের সামষ্টিক অর্থনৈতিক গতি-প্রকৃতি ও আইএমএফ সমর্থিত কর্মসূচির বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ সফর শেষে আইএমএফের মিশনপ্রধান রাহুল আনন্দ গতকাল রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে আশাবাদের কথা জানিয়েও আইএমএফ বলেছে, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখেও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে যারা দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম।

এদিকে আইএমএফের পরামর্শ মেনে বিদেশি মুদ্রার রিজার্ভের বিষয়টি ছাড়া সামষ্টিক অর্থনীতির প্রায় সব সূচকে আইএমএফের পরামর্শ মেনে কাঙ্ক্ষিত মানে পৌঁছানোর আশা করছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রবিবার এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানিয়েছেন, বাজারভিত্তিক সুদহার ও মুদ্রার একক বিনিময় হার চালুর দিকেও কেন্দ্রীয় ব্যাংক যাচ্ছে।বিস্তারিত

জাতীয়