সরকার হটানোর লক্ষ্যে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন কর্মসূচিগুলো হবে যুগপৎ। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই ধাপের আন্দোলন আর কত দিন চলবে, বা চূড়ান্ত আন্দোলনের মোক্ষম সময়টি কখন—সে জায়গায় এখনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি দলটির নীতিনির্ধারকেরা।
বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার রাতে দলের নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সভা আছে। এই সভায় যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। স্থায়ী কমিটিতে প্রাথমিক সিদ্ধান্তের পর যুগপৎ আন্দোলনে যুক্ত দল ও জোটগুলোর সঙ্গে কথা বলে কর্মসূচি চূড়ান্ত করা হবে।
বিএনপি এবং তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত বিভিন্ন দল ও জোটের শীর্ষ স্থানীয় একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এ পর্বের আন্দোলন কর্মসূচির শুরুটা হতে পারে বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি বা সারা দেশে বড় সমাবেশ দিয়ে। এরপর এক বিভাগ থেকে অন্য বিভাগে রোডমার্চ—এ ধরনের কর্মসূচির কথা ভাবা হচ্ছে। এ সব কর্মসূচি ধারাবাহিকভাবে কিছুদিন টেনে নেওয়া হবে। এরপর চূড়ান্ত পর্যায়ে রাজধানী ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা থাকবে। তবে এই পর্বটি কখন, সেটি নিয়ে নীতিনির্ধারকেরা নানা হিসাব-নিকাশে দোটানায় রয়েছেন।
২০২৩ সালের ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারি মাসের শুরুর দিকে দ্বাদশ জাতীয় নির্বাচন হবে। সময় আছে আট মাসেরও কম। এই সময়ের মধ্যে তিনটি বিষয় আছে—যেগুলোকে আন্দোলনের মোক্ষম পরিস্থিতি তৈরির ক্ষেত্রে বাধা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর একটি বর্ষার মৌসুম। অন্য দুটি পবিত্র ঈদুল আজহা ও শোকের মাস আগস্ট।বিস্তারিত