স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী

স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত কয়েক দিনের দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। গতকাল মঙ্গলবার রাতে একপশলা বৃষ্টির পর আজ বুধবার সকালেও ঝুম বৃষ্টি হয়েছে। সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। সকাল সাড়ে ৯টার দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.২ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশ