বনভোজনে গিয়ে একজন প্রবীণ ব্যক্তি আধা কেজি করে খাসির মাংস খেয়েছেন! সঙ্গে ছিল আরও আধা কেজি করে মুরগির মাংস। দইসহ অন্যান্য খাবারও ছিল। উপহার হিসেবে পেয়েছেন একটি করে কাশ্মীরি শাল।
কিন্তু ওই বনভোজনে উপস্থিত একাধিক ব্যক্তি নথিপত্রের ওই তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করে জানিয়েছেন, বনভোজনের দিন দুপুরে কাচ্চিতে খাসির মাংসের পরিমাণ একেবারে কম ছিল না। তবে আধা কেজি মাংস থাকা বা খাওয়া অসম্ভব। মুরগির মাংসও এতটা থাকার কারণ নেই। আর বাজার থেকে কেনা সাধারণ শালকেই কাশ্মীরি বলে চালানো হয়েছে।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানে (বাইগাম) এমনই আর্থিক ও প্রশাসনিক নানা অনিয়মের তথ্য উঠে এসেছে সরকার গঠিত এক তদন্ত প্রতিবেদনে। গত ২৮ মার্চ চার সদস্যের কমিটির দেওয়া প্রতিবেদনে উঠে এসেছে, সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত প্রতিষ্ঠানটি দুর্নীতি ও অনিয়মে ডুবতে বসেছে। স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে কর্মী নিয়োগের পাশাপাশি এক কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে যৌন হয়রানির অভিযোগ।বিস্তারিত