চকচকে টাকার জমজমাট হাট ৫০ বছর ধরে চলছে কেনাবেচা

চকচকে টাকার জমজমাট হাট ৫০ বছর ধরে চলছে কেনাবেচা

নতুন চকচকে টাকার নোট সবারই প্রিয়। কেউ নিচ্ছেন ১০ টাকার বান্ডিল, কেউ ২০ টাকার, কেউ আবার ৫০ টাকার। এসব বান্ডিলে ৫০০ থেকে ১০০০ টাকা থাকে। নতুন টাকা কেউ নিচ্ছেন বাড়িতে ছোট ছেলে-মেয়েদের জন্য। আবার কেউ নিচ্ছেন ঈদের সালামি দিতে। কেউ আবার নিজের মানিব্যাগে গচ্ছিত রাখার জন্য। গত ৫০ বছর ধরে নতুন ও পুরাতন টাকা বেচাকেনা চলছে রাজধানীর গুলিস্তানে। ওইখানে গেলেই দেখা মিলে অদ্ভুত এই ‘টাকার হাটের’।

গুলিস্তান পাতাল মার্কেটের সিঁড়ির দক্ষিণ-পশ্চিম পাশে ও সুন্দরবন স্কয়ার মার্কেটের ফুটপাতে বসে এই টাকার হাট। এ ছাড়া মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনেও বেচাকেনা হয় চকচকে টাকার নোট।

এই হাটে যে কেউ পুরাতন টাকা দিয়ে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে কিছু টাকা বেশি দিতে হয়। এ ছাড়া ছেঁড়া-ফাটা টাকাও বদল করে নেওয়ার সুযোগ আছে এখানে। প্রায় সারা বছরই এই হাটে নতুন টাকা বেচাকেনা হয়। তবে ঈদের সময় জমে ওঠে এই বাজার।বিস্তারিত

অর্থ বাণিজ্য