আগামী ২২ ও ২৩শে জুন ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের আয়োজনে “মেডিএক্সপো”| দুইদিন ব্যাপী এই আয়োজনের মূল উদ্দেশ বিনামূল্যে স্বাস্থসেবা প্রদান এবং সুসাস্থের জন্য ডাক্তারি পরামর্শ প্রদান করা যাতে সকল শ্রেণীর মানুষের মধ্যে এই সুযোগ সমানভাবে পেতে পারে| এই আয়োজন জাতিসংঘের টেকসই লক্ষমাত্রা ৩ (গুড হেলথ এন্ড ওয়েল বিং) এর অন্যতম একটি প্রকল্প কে কেন্দ্র করে|
আয়োজক কমিটির প্রধান ও এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম۔ সাফাক হোসেন জানান, এই আয়োজনে শুধু বিভিন্ন ষ্টল যেমন মেডিকেল, ফার্মাসিউটিকাল, মেডিকেল ট্যুরিজম, মেডিকেল টুলস, বেবি প্রোডাক্টস, পুষ্টি জাতীয় খাদ্য সামগ্রী, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ইত্যাদি প্রদর্শী ছাড়াও দেশের খ্যাতিমান ডাক্তার ও বিশেষজ্ঞদের নিয়ে আয়োজন করা হচ্ছে এক্সপার্ট টকস|
এই বিশেষ এক্সপার্ট প্যানেল আয়োজনের বিষয় “মা ও শিশু স্বাস্থ| বক্তারা শিশু স্বাস্থ, শিশু নিউরোলজি (অটিজম), শিশু কার্ডিওলজি, স্ত্রী রোগ ও প্রসূতি, পুষ্টি ও জনস্বাস্থ বিষয় নিয়ে আলোচনা করা হবে| এতে মেলায় আগত দর্শক রায় অংশগ্রহণ করতে পারবে| সবার জন্য উন্মুক্ত করা হয়েছে, পূর্ব রেজিস্ট্রেশন অথবা অনস্পট রেজিস্ট্রেশন করা যাবে| দর্শক সরাসরি ডাক্তারদের প্রশ্নোত্তর করার সুযোগ পাবেন|
উক্ত এক্সপোর অ্যাসোসিয়েট পার্টনার হিসাবে আছে, জাতিসংঘ সমিতি যুক্তরাজ্য, বাংলাদেশ পেরিনেটাল সোসাইটি, সহযোগী পার্টনার হিসেবে বিডি ইভেন্ট এক্সপ্রেস, রোটারি ক্লাব ঢাকা অবনী, লেটস ওয়াক, নিউস৩৬০বিডি|
এইচ এন্ড এইচ ফাউন্ডেশন গণপ্রজন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত একটি অলাভজনক প্রতিষ্ঠান| টেকসই লক্ষমাত্রার প্রকল্প অনুসরণ করে সামাজিক উন্নয়ন, চিকিৎসা , শিক্ষা, জলবায়ু ও এই সকল বিষয়ে গবেষণামূলক কার্যক্রম করে আসছে|
প্রেস বিজ্ঞপ্তি|