পল্লবীতে দিনের বেলায় ‘ডিবি পরিচয়ে তুলে নিয়ে টাকা লুট’, কিনারা করতে পারেনি পুলিশ

পল্লবীতে দিনের বেলায় ‘ডিবি পরিচয়ে তুলে নিয়ে টাকা লুট’, কিনারা করতে পারেনি পুলিশ

ঢাকার পল্লবীতে দিনের বেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একদল লোক এক ব্যবসায়ীকে গাড়িতে তুলে নির্যাতন এবং তাঁর দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তিন সপ্তাহে এ ঘটনার কূলকিনারা করতে পারেনি পুলিশ।

অভিযোগকারী নাসির উদ্দিনের মিরপুরের কাজীপাড়ায় হার্ডওয়্যারের দোকান রয়েছে। পরিবার নিয়ে পল্লবী এলাকায় থাকেন। গত ২০ মে পল্লবী থানায় দায়ের করা মামলায় তিনি বলেছেন, ১৮ মে পল্লবীতে একটি বেসরকারি ব্যাংকের শাখা থেকে দুই লাখ টাকা তোলেন। টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। তাঁকে বহনকারী অটোরিকশাটি বেলা পৌনে দুইটার দিকে পল্লবীর ঝিলপাড় পার হওয়ার সময় সাদা রঙের একটি প্রাইভেট কার তাঁদের গতি রোধ করে। গাড়ি থেকে চারজন লোক নেমে নাসির উদ্দিনের কাছে আসেন। নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁরা বলেন, ‘তোর নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গাড়িতে মাদক রয়েছে।’

তখন নাসির উদ্দিন জানতে চান, কিসের গ্রেপ্তারি পরোয়ানা। কোনো জবাব না দিয়ে ডিবি পুলিশ পরিচয় দেওয়া চারজন তাঁকে জোর করে প্রাইভেট কারে তোলেন। এরপর তাঁর দুই হাতে হতকড়া পরানো হয়। গামছা দিয়ে চোখমুখ বেঁধে ফেলে রাখা হয় গাড়িতে। এরপর নাসিরের পাজামার পকেটে থাকা দুই লাখ টাকা কেড়ে নেন তাঁদের দুজন। পরে আরও পাঁচ লাখ টাকা দাবি করেন তাঁরা। তবে নাসির টাকা দিতে অস্বীকৃতি জানালে গাড়ির ভেতরে তাঁকে বেদম মারধর করা হয়। এরপর চোখমুখ বাঁধা অবস্থায় তাঁকে নিয়ে ঘুরতে থাকেন ওই ব্যক্তিরা। বেলা আড়াইটার পরে নাসিরকে সাভারের ডেইরি ফার্ম এলাকায় গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যান তাঁরা। যাওয়ার আগে তাঁর মানিব্যাগও কেড়ে নেওয়া হয়। সঙ্গে থাকা মুঠোফোনের সিমও ফেলে দেন ডিবি পরিচয় দেওয়া ব্যক্তিরা।বিস্তারিত

অপরাধ শীর্ষ সংবাদ