দিন যত গড়াচ্ছে আধুনিকায়ন হচ্ছে মারণাস্ত্রের। বিশ্ব দেখছে ভয়ানক অস্ত্রের ক্ষমতা। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দেখা মিলেছে আধুনিক সব মারণাস্ত্রের। ক্ষমতাধর দেশগুলোর হাতে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও বিধ্বংসী ড্রোন প্রযুক্তি। এসব মারণাস্ত্র ব্যবহার করে চলছে নিখুঁত হামলা। আধুনিক মারণাস্ত্র নিয়ে আজকের রকমারি-
রাশিয়ার ভয়ংকর যুদ্ধাস্ত্র এবং ইউক্রেনের প্রতিরোধ
রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের সূচনা ক্রাইমিয়া দখলের মাধ্যমে। আর দখলদারিত্বের শুরুটা ক্রাইমিয়া দিয়ে হলেও তা ব্যাপক আকার ধারণ করে গেল বছর ইউক্রেন হামলার মাধ্যমে। ইতোমধ্যে রুশ আগ্রাসনের দেড় বছর পার হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী, দোনেস্ক পিপলস রিপাবলিক পিপলস মিলিশিয়া, লুহানস্ক পিপলস রিপাবলিক পিপলস মিলিশিয়া এবং আরও অনেকগুলো জাতীয় রক্ষী এবং স্বেচ্ছাসেবক দল এ যুদ্ধে জড়িয়ে পড়েছে। রক্তক্ষয়ী এ সংঘর্ষে ব্যবহৃত হচ্ছে নতুন নতুন যুদ্ধাস্ত্র ও ক্ষেপণাস্ত্র। মনে রাখা ভালো, যে কোনো সামরিক সংঘাত বা যুদ্ধে নতুন নতুন অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে কাজ করে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে রুশ বাহিনী নানা ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। যার মধ্যে পরীক্ষামূলক যুদ্ধাস্ত্রের সংখ্যাও কম নয়। তবে এসবের বাইরেও রাশিয়ার সেনাবাহিনীর বেশ কয়েকটি সমরাস্ত্র বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছে। এসব আধুনিক অস্ত্রের মধ্যে রয়েছে- কেএ-৫২ই এলিগেটর ও এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার, সুখোই-৫৭ই ও সুখোই-৩৫ যুদ্ধবিমান, ইস্কান্দার-ই কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এবং টি-৯০ ট্যাংক।বিস্তারিত