বিপাকে রোহিঙ্গারা, বিপাকে বাংলাদেশ

বিপাকে রোহিঙ্গারা, বিপাকে বাংলাদেশ

প্রত্যাবাসন প্রক্রিয়ার গতি তো নেইই; উল্টো রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। হঠাৎ খাদ্য সহায়তা কমে যাওয়ায় নতুন এক সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। ঠিকঠাকমতো খাবার না পেলে রোহিঙ্গাদের কারণে পুরো পরিস্থিতি ঘোলাটে হয়ে যেতে পারে। এতে পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী বসতি দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ক্যাম্পগুলোতে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছে। তারা প্রায় ছয় বছর আগে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে বাস্তুচ্যুত হয়ে পালিয়ে এসেছিল।

বিশ্লেষকরা বলেছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে বাংলাদেশ দরাজ প্রশংসা পেয়েছিল; সেই বিশ্ব সম্প্রদায়ই যেন রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে দিয়ে বাংলাদেশকে শাস্তির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বাংলাদেশ রোহিঙ্গাদের থাকার জায়গা দিয়েছে, নিরাপত্তার জন্য পুলিশ দিয়েছে। কথা ছিল- বাংলাদেশ আশ্রয় দিলেও খাদ্য দেবে বিশ্ব সম্প্রদায়। কিন্তু এখন এটিও তারা বাংলাদেশের ঘাড়ে তুলে দিয়েছে। তহবিল স্বল্পতার অজুহাতে রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা কমিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘ।

তবে এই ঘোষণার নেপথ্যে ‘ভূরাজনীতির খেলা’ রয়েছে বলে মনে করছেন অনেকেই। সবমিলিয়ে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ ‘সুবিধার’ নয় বলেও আশঙ্কা তাদের। প্রসঙ্গত, গত ১ জুন থেকে বিশ্ব খাদ্য কর্মসূচি রোহিঙ্গাদের জন্য জনপ্রতি মাসিক খাদ্য বরাদ্দ ১০ ডলার থেকে কমিয়ে ৮ ডলার করেছে। এর আগে ১২ ডলার থেকে কেটে ১০ ডলার করা হয়েছিল। দেখা গেছে, প্রতি ডলারের বিনিময় মূল্য ১০৫ টাকা হিসেবে ৮ ডলারে একজন রোহিঙ্গা পাবেন মাসে সাড়ে ৮শ’ টাকারও কম। এই সাড়ে ৮শ টাকাকে প্রতিদিন তিন বেলা খাবার হিসাবে ভাগ করলে ‘মিল’ (এক বেলা খাবার) প্রতি বরাদ্দ দাঁড়ায় ৯ টাকার মতো।বিস্তারিত

জাতীয়