বরিশাল খুলনায় নৌকার জয় ফল প্রত্যাখ্যান ইসলামী আন্দোলনের, সিলেট রাজশাহীতে বর্জনের ঘোষণা

বরিশাল খুলনায় নৌকার জয় ফল প্রত্যাখ্যান ইসলামী আন্দোলনের, সিলেট রাজশাহীতে বর্জনের ঘোষণা

বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। বরিশালে বেসরকারিভাবে  মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। এ নির্বাচনে তিনি ৫৩ হাজার ভোটে হারান ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করীমকে।

এদিকে খুলনা সিটিতে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক। এ নির্বাচনে তিনি ৯৪ হাজার ভোটে হারান ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আবদুল আউয়ালকে। এ নিয়ে তিনি তৃতীয়বার এই নগরীর মেয়র হলেন।

 

 

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে গতকাল ভোটারদের দীর্ঘ লাইন     -বাংলাদেশ প্রতিদিন

গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে টানা ভোট গ্রহণ চলে। ঢাকা থেকে নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরায়  ভোট পর্যবেক্ষণ ও তদারকি করে। ভোট গণনা শেষে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমির ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। রাত সোয়া ৯টায় তিনি নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। অন্যদিকে রাত ৯টায় খুলনা নগরীর শিল্পকলা একাডেমি অডিটরিয়ামের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. আলাউদ্দীন।বিস্তারিত

রাজনীতি সারাদেশ