কোটিপতিরা ২০২৩ সালে যেসব দেশ ছাড়ছেন, যেসব দেশে পাড়ি জমাচ্ছেন

কোটিপতিরা ২০২৩ সালে যেসব দেশ ছাড়ছেন, যেসব দেশে পাড়ি জমাচ্ছেন

চলতি বছর বিশ্বে ধনী ব্যক্তি ও পরিবারগুলোর জন্য দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় গন্তব্য হতে পারে সংযুক্ত আরব আমিরাত। ধনীদের গন্তব্যের দিক থেকে অস্ট্রেলিয়ার পরই দেশটির অবস্থান। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য সংখ্যায় কোটিপতি ও ধনী পরিবারগুলো আমিরাতে বিনিয়োগ ও বসবাসের জন্য স্থানান্তরিত হতে চায়।

বিপরীতে ধনীদের নিজ দেশ ছাড়ার দিক থেকে শীর্ষে রয়েছে চীন। এরপর ভারত, যুক্তরাজ্য ও রাশিয়ার অবস্থান। অর্থাৎ এসব দেশ থেকে ধনীরা অন্যত্র স্থানান্তরিত হতে চান। বিশেষ করে, আরব আমিরাতে স্থানান্তরের দিক দিয়ে শীর্ষ রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। খবর টাইমস অব ইন্ডিয়া ও খালিজ টাইমসের।

গতকাল মঙ্গলবার বিশ্বের উচ্চ সম্পদশালী ব্যক্তিদের (এইচএনআই) স্থানান্তর নিয়ে হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশন রিপোর্ট ২০২৩ প্রকাশ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকাভিত্তিক বৈশ্বিক সম্পদ গোয়েন্দা সংস্থা নিউ ওয়ার্ল্ড ওয়েলথের পূর্বাভাসের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানেই ধনীদের বিভিন্ন দেশে স্থানান্তরের বিষয়ে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে এইচএনআই বলতে সেই ধরনের ব্যক্তিদের বোঝানো হয়েছে, যাঁদের বিনিয়োগযোগ্য সম্পদ ১ মিলিয়ন বা ১০ লাখ মার্কিন ডলার কিংবা তার বেশি।বিস্তারিত

অর্থ বাণিজ্য