যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফর ‘ঐতিহাসিক’ হতে চলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর। আগামী ২১ থেকে ২৪ জুন মোদির এ রাষ্ট্রীয় সফর হওয়ার কথা রয়েছে। ঐতিহাসিক হওয়ার অন্যতম প্রধান কারণ মার্কিন কংগ্রেসের যৌথ সংসদে নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ভাষণ দেবেন ২২ জুন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর বলেন, এর আগে বিশ্বের মাত্র দুজন রাষ্ট্রনেতা এই বিরল সম্মান পেয়েছেন। এরা হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। এই যৌথ সভার ভাষণকে কেন্দ্র করে ভারত এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও প্রবল কৌতূহল তৈরি হয়েছে। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দুই দফার বৈঠকে ভারত-আমেরিকা প্রতিরক্ষা সম্পর্ক এবং ‘আঞ্চলিক’ রাজনৈতিক পরিস্থিতি গুরুত্ব পেতে পারে। একবার প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন মধ্যাহ্ন ভোজে প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ করছেন এবং দ্বিতীয়বার হোয়াইট হাউসের দক্ষিণ বাগিচায় রাষ্ট্রীয় নৈশভোজ দেওয়া হবে। এই দুটি ভোজসভা এবং মার্কিন কংগ্রেসের সভায় ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মহম্মদ ইমরান আমন্ত্রিত হয়েছেন।বিস্তারিত