ওয়াশিংটন যাওয়ার পথে প্রথমে নিইউয়র্কে পৌঁছানোর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের প্রাথমিক রূপরেখা জানিয়ে দিয়েছেন। তাঁর দিল্লি ছাড়ার আগে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ভারত-মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্ক নয়া দিগন্তে উন্মোচনের সঙ্গে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবাধ, মুক্ত অন্তর্মুখী অভিন্ন নীতি নিয়ে এগোনোর সিদ্ধান্ত হয়েছে। এই সময়ে তিনি কোনো রাষ্ট্রের নাম না করলেও, সফরের পূর্বসন্ধ্যায় ওয়াল স্ট্রিট জার্নালে এক সাক্ষাৎকারে চীনের সম্পর্কে স্পষ্ট মত প্রকাশ করেছেন। এক সরকারি সূত্রের মতে, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রও মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব খর্ব করার যৌথ রণনীতি ঘোষণা করবে। মোদির বিবৃতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর মনোযোগের সফঙ্গ বিশ্লেষণ করছে। এর সঙ্গে শুধু সাধারণ নির্বাচন অগ্রাধিকার পাচ্ছে তা নয়; বাংলাদেশ সম্প্রতি ভারত-প্রশান্ত মহাসাগরীয় ‘দৃষ্টিভঙ্গি’ বলে যে দলিল প্রকাশ করেছে, তাতেও ভারত যুক্তরাষ্ট্রের মতের সঙ্গে ভিন্নমত নয় বলে মনে করে বাংলাদেশ।বিস্তারিত