ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে এক বিস্ফোরণে অন্তত ৩৭ জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা সঙ্কটজনক। এছাড়া দুজন নিখোঁজ রয়েছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে তারা মারা গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শত শত দমকলকর্মী নিয়োগ করা হয়েছে।
প্যারিস পুলিশপ্রধান লরাঁ নুনেজ সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্যারিসের প্রসিকিউটর বলেন, প্যারিস আমেরিকান একাডেমির ভবনগুলোর মধ্যে এই বিস্ফোরণ ঘটেছে। বিদেশী ছাত্রদের মধ্যে এই ভবনটি বেশ জনপ্রিয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। একটি বিশাল আগুন-বল কয়েক তলা উঁচু হয়ে ওঠে।
সূত্র : সিএনএন ও রয়টার্স